Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

৩.৩. প্রতিবন্ধিতা শনাক্তকরণ

প্রতিবন্ধিতা শনাক্তকরণ

 

প্রতিবন্ধিতা জীববৈচিত্রের একটি অংশ। সব প্রতিবন্ধিতা দৃশ্যমান নয়। কোনো কোনো ক্ষেত্রে প্রতিবন্ধিতা দীর্ঘস্থায়ীও নয়। বরং বিভিন্ন ক্ষেত্রে অস্থায়ী প্রতিবন্ধিতা দেখা যায়। বাংলাদেশে উল্লেখযোগ্য সংখ্যক প্রতিবন্ধীব্যক্তি রয়েছে মর্মে ধারণা করা হয়। প্রতিবন্ধী ব্যক্তিবর্গের মধ্যে বেশিরভাগই দারিদ্র্যের শিকার তথা নিম্ন আয়ভুক্ত বলে বিভিন্ন গবেষণায় এতৎসংক্রান্ত তথ্য লক্ষ্য করা যায়। প্রতিবন্ধী জনগোষ্ঠীর দারিদ্র্য নিরসন ও জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ সময়ের দাবী। দারিদ্র্য নিরসন ও জীবনমান উন্নয়নের জন্য প্রয়োজন তাদের উপযোগী চিকিৎসা, শিক্ষা ও প্রশিক্ষণ প্রদানে লক্ষ্যভিত্তিক পরিকল্পিত কার্যক্রম গ্রহণ। এই লক্ষ্যে প্রতিবন্ধিতার ধরন চিহ্নিতকরণ, মাত্রা নিরূপণ ও কারণ নির্দিষ্টপূর্বক প্রতিবন্ধী জনগোষ্ঠী’র সঠিক পরিসংখ্যান নির্ণয়ের নিমিত্ত দেশব্যাপী ‘প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপ কর্মসূচি’ গ্রহণ করা হয়।

 

দেশব্যাপী প্রসারের পূর্বে পদ্ধতিগত কার্যকারিতা নির্ভুল করার লক্ষ্যে পাইলটভিত্তিতে এ জরিপ মে ২০১২ সালে শুরু হয়। ২০১১-২০১২ অর্থবছরে পাইলটভিত্তিতে গোপালগঞ্জ জেলা এবং জামালপুর সদর, বরুড়া (কুমিল্লা), পবা (রাজশাহী), মোড়েলগঞ্জ (বাগেরহাট), বরিশাল সদর, চুনারুঘাট (হবিগঞ্জ) ও ফুলবাড়ি (দিনাজপুর) উপজেলা সর্বমোট ১২ টি উপজেলা ও দুইটি ইউসিডিতে জরিপ কাজ সম্পন্ন করা হয়। ২০১২-১৩ অর্থবছরে পাইলটভিত্তিতে জরিপ পরিচালিত উপজেলা ব্যতীত দেশের অবশিষ্ট এলাকায় বাড়ি বাড়ি গিয়ে জরিপ পরিচালনার উদ্যোগ নেওয়া হয়। ১ জুন ২০১৩ থেকে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের কাজ শুরু হয় এবং ১৪ নভেম্বর ২০১৩ প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ সম্পন্ন হয়। ২০১৩-১৪ অর্থবছরে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক মনোনীত ডাক্তার এবং জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের আওতাধীন প্রতিবন্ধী সেবা ও সাহায্যকেন্দ্রের কনসালট্যান্ট কর্তৃক জরিপের আওতাভুক্ত প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিবন্ধিতার ধরন ও মাত্রা নিরূপণের কাজ শুরু হয়। ২০১৪-১৫ অর্থবছরে বাদপড়া প্রতিবন্ধী ব্যক্তিদেরকে জরিপভুক্তকরণ এবং ডাক্তার কর্তৃক শনাক্তকরণ করা হয়।

 ডাক্তার কর্তৃক শনাক্তকৃত প্রতিবন্ধী ব্যক্তিগণের তথ্যসমূহ যথাযথভাবে সংরক্ষণ এবং সংরক্ষিত তথ্যের আলোকে প্রতিবন্ধী ব্যক্তিগণের সামগ্রিক উন্নয়ন নিশ্চিতকল্পে তথ্য ভান্ডার তৈরি করা হয়েছে এবং এর মাধ্যমে প্রত্যেক প্রতিবন্ধী ব্যক্তিকে প্রতিবন্ধিতার পরিচয়পত্র প্রদান করা হয়ে থাকে।

 

প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপ কর্মসূচির উদ্দেশ্য:

১. বাংলাদেশে প্রতিবন্ধী জনগোষ্ঠীর পরিবার/ব্যক্তির সংখ্যা নির্ধারণ;

২. দেশে দৃশ্যমান ও অদৃশ্যমান প্রতিবন্ধিতা শনাক্তকরণ;

৩. প্রতিবন্ধী ব্যক্তিকে নিবন্ধন এবং পরিচয়পত্র প্রদান;

৪. প্রতিবন্ধী ব্যক্তিদের ছবিসহ তথ্য সম্বলিত data base প্রস্ত্তত করে এ সংক্রান্ত যাবতীয় তথ্যাদি সকল প্রশাসনিক মন্ত্রণালয়ের ব্যবহার উপযোগীকরণ;

৫. সরকারের বিভিন্ন কর্মসূচি/প্রকল্পে সঠিকভাবে প্রতিবন্ধী জনগোষ্ঠীকে লক্ষ্যভুক্ত করা এবং লক্ষ্যভুক্তির কৌশল সহজতর করা; এবং

৬. প্রতিবন্ধী বিষয়ক জাতীয় নীতিমালা অনুযায়ী প্রতিবন্ধী জনগোষ্ঠীর কল্যাণ নিশ্চিত করা।

 

প্রতিবন্ধী জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন ও সার্বিক কল্যাণের লক্ষ্যে ‘প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩’ প্রণয়ন করা হয়েছে । উক্ত আইনের ৩১(১) ধারায় প্রতিবন্ধী ব্যক্তির নিবন্ধন ও পরিচয় পত্র প্রদানের নির্দেশনা রয়েছে। সে লক্ষ্যে, প্রতিবন্ধিতার ধরন চিহ্নিতকরণ, মাত্রা নিরূপণ ও কারণ নির্দিষ্টপূর্বক প্রতিবন্ধী জনগোষ্ঠী’র তথ্য সংরক্ষনের জন্য ওয়েববেইজড এ্যাপ্লিকেশনসহ Disability Information System (www.dis.gov.bd) ডাটাবেইজ প্রস্তুত করা হয়েছে যা নিয়মিত হালনাগাদ করা হচ্ছে।

প্রতিবন্ধিতার পরিচয় পত্র (আইডি কার্ড) প্রাপ্তির জন্য অনলাইনে আবেদনের ক্ষেত্রে নিম্নরুপ নির্দেশনা অনুসরণ করতে হবে:

১. আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে।

২. শুধুমাত্র প্রতিবন্ধী ব্যক্তি, প্রতিবন্ধী ব্যক্তির পক্ষে তার অভিভাবক অথবা কোন সংস্থা এই সাইট ব্যবহার করবেন।

৩. আবেদনকারীর জন্মনিবন্ধন অথবা জাতীয় পরিচয় পত্র থাকতে হবে।

৪. আবেদন ফরম এর মধ্যে আবেদনকারীর স্বাক্ষর এর জায়গায় স্বাক্ষর স্ক্যান করে বসাতে হবে।

৫. ভেলিড মোবাইল নম্বর এবং ই-মেইল এড্রেস থাকতে হবে।

৬. অনলাইন আবেদন ফরমটি আবেদনকারীর বর্তমান ঠিকানায় সংশ্লিষ্ট উপজেলা/শহর সমাজসেবা কার্যালয়ে দাখিল হবে।

৭. সংশ্লিষ্ট উপজেলা/শহর সমাজসেবা কার্যালয় হতে প্রদত্ত সময় অনুযায়ী ডাক্তারী পরীক্ষার জন্য হাজির হতে হবে।

৮. ডাক্তারী পরীক্ষার জন্য হাজির হবার সময় অনলাইন আবেদন ফরম সাবমিটের প্রেক্ষিতে প্রাপ্ত প্রিন্টেড কপি সাথে আনতে হবে।

৯. সংশ্লিষ্ট উপজেলা/শহর সমাজসেবা কার্যালয় হতে এসএমএস পাওয়ার পর পরিচয় পত্র (আইডি কার্ড) সংগ্রহ করতে হবে।

 

প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপ কর্মসূচি একটি চলমান কার্যক্রম। যে সকল প্রতিবন্ধি ব্যক্তি এখনও প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপের আওতাভুক্ত হননি, তারা ওয়েভসাইট থেকে( www.dis.gov.bd ) আবেদনপত্র ডাউনলোড করে অথবা অনলাইনে আবেদন করে সাক্ষাৎকার অনুসূচী যথাযথভাবে পূরণ করে নিকটস্থ উপজেলা/শহর সমাজসেবা কার্যালয়ে জমা দিবে।

 

কার্যালয় ভিত্তিক প্রতিবন্ধিতার হালনাগাদ তথ্য-(28/07/2021)

কার্যালয়

লিঙ্গ

(০১) অটিজম

(০২) শারীরিক প্রতিবন্ধিতা

(০৩) দীর্ঘস্থায়ী মানসিক অসুস্থতাজানিত প্রতিবন্ধিতা

(০৪) দৃষ্টি প্রতিবন্ধিতা

(০৫) বাক প্রতিবন্ধিতা

(০৬) বুদ্ধি প্রতিবন্ধিতা

(০৭) শ্রবণ প্রতিবন্ধিতা

(০৮) শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিতা

(১০) সেরিব্রালপালসি

(১১) বহুমাত্রিক প্রতিবন্ধিতা

(১২) ডাউন সিনড্রম

(৯) অন্যান্য

মোট

ঝিনাইগাতি

(১) পুরুষ

58

637

66

115

51

59

30

4

44

64

2

0

1130

(২) মহিলা

43

435

36

102

40

68

20

3

22

54

0

0

823

(৩) হিজড়া

0

0

0

0

0

0

0

0

0

0

0

0

 

 

সর্বমোট

101

1072

102

217

91

127

50

7

66

118

2

0

1953

নকলা

(১) পুরুষ

10

945

38

270

185

112

64

15

155

139

1

53

1987

(২) মহিলা

13

498

25

208

131

100

47

10

102

94

3

34

1265

(৩) হিজড়া

0

1

0

1

1

0

0

0

0

0

0

0

3

 

সর্বমোট

23

1444

63

479

317

212

111

25

257

233

4

87

3255

নলিতাবাড়ী

(১) পুরুষ

22

1232

102

323

259

237

107

13

8

24

0

0

2327

(২) মহিলা

17

753

89

302

188

135

123

9

5

30

0

0

1651

(৩) হিজড়া

0

1

0

1

0

0

1

0

0

0

0

0

3

 

সর্বমোট

39

1986

191

626

447

372

231

22

13

54

0

0

3981

শ্রীবর্দী

(১) পুরুষ

72

1000

35

288

187

98

44

20

17

52

1

20

1834

(২) মহিলা

51

635

25

227

166

100

39

18

12

38

1

14

1326

(৩) হিজড়া

0

1

0

1

0

1

1

0

0

0

0

1

5

 

সর্বমোট

123

1636

60

516

353

199

84

38

29

90

2

35

3165

শেরপুর পৌরসভা

(১) পুরুষ

23

459

39

138

52

80

27

1

96

52

1

6

974

(২) মহিলা

17

334

25

120

33

73

28

6

69

40

4

12

761

(৩) হিজড়া

0

0

0

0

0

1

0

0

0

0

0

0

1

 

সর্বমোট

40

793

64

258

85

154

55

7

165

92

5

18

1736

শেরপুর সদর

(১) পুরুষ

52

1260

98

415

124

237

85

8

391

272

19

5

2966

(২) মহিলা

42

803

75

342

122

153

77

4

234

209

16

6

2083

(৩) হিজড়া

0

1

0

0

0

0

0

0

0

1

0

2

4

 

সর্বমোট

94

2064

173

757

246

390

162

12

625

482

35

13

5053

জেলার সর্বমোট

420

8995

653

2853

1539

1454

693

111

1155

1069

48

153

19143