বয়স্ক ভাতা
দেশের বয়োজ্যেষ্ঠ দুস্থ ও স্বল্প উপার্জনক্ষম অথবা উপার্জনে অক্ষম বয়স্ক জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা বিধানে ও পরিবার ও সমাজে মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে ১৯৯৭-৯৮ অর্থ বছরে ‘বয়স্কভাতা’ কর্মসূচি প্রবর্তন করা হয়। প্রাথমিকভাবে দেশের সকল ইউনিয়ন পরিষদের প্রতিটি ওয়ার্ডে ৫ জন পুরুষ ও ৫ জন মহিলাসহ ১০ জন দরিদ্র বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে প্রতিমাসে ১০০ টাকা হারে ভাতা প্রদানের আওতায় আনা হয়। পরবর্তীতে দেশের সকল পৌরসভা ও সিটিকর্পোরেশন এ কর্মসূচির আওতাভুক্ত করা হয়।
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অঙ্গিকার হিসেবে ২০২০-২১ অর্থবছরে বয়স্ক ভাতাভোগীর সংখ্যা 64109 জনে উন্নীত করা হয় এবং জনপ্রতি মাসিক ভাতার হার ৫০০ টাকা। সরকারের সর্বোচ্চ পর্যায়ের নিবিড় তদারকি এবং সমাজসেবা অধিদফতরের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীদের নিরলস পরিশ্রমে বয়স্কভাতা বিতরণে শতভাগ সাফল্য অর্জিত হয়েছে।
বর্তমানে বয়স্কভাতা কার্যক্রমে অধিকতর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং সর্বমহলে গ্রহণযোগ্য করে তোলার জন্য যে সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা হলো; ২০১৩ সালে প্রণীত বাস্তবায়ন নীতিমালা সংশোধন করে যুগোপযোগীকরণ, অধিক সংখ্যক মহিলাকে ভাতা কার্যক্রমের আওতায় অন্তর্ভুক্তির লক্ষ্যে মহিলাদের বয়স ৬৫ বছর থেকে কমিয়ে ৬২ বছর নির্ধারণ, উপকারভোগী নির্বাচনে স্থানীয় মাননীয় সংসদ সদস্যসহ অন্যান্য জনপ্রতিনিধিদের সম্পৃক্তকরণ, ডাটাবেইজ প্রণয়নের উদ্যোগ গ্রহণ এবং ১০ টাকার বিনিময়ে সকল ভাতাভোগীর নিজ নামে ব্যাংক হিসাব খুলে ভাতার অর্থ পরিশোধ করা হচ্ছে।
বাস্তবায়নকারী দফতরঃ
জেলা সমাজসেবা কার্যালয়, শেরপুর
কার্যক্রম শুরুর বছরঃ
১৯৯৭-৯৮ অর্থবছর
লক্ষ্য ও উদ্দেশ্যঃ
(১) বয়স্ক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা বিধান;
(২) পরিবার ও সমাজে তাঁদের মর্যাদা বৃদ্ধি;
(৩) আর্থিক অনুদানের মাধ্যমে তাঁদের মনোবল জোরদারকরণ;
(৪) চিকিৎসা ও পুষ্টি সরবরাহ বৃদ্ধিতে সহায়তা করা।
প্রার্থী নির্বাচনের মানদন্ড:
(ক) নাগরিকত্ব: প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
(খ) বয়স: সর্বোচ্চ বয়স্ক ব্যক্তিকে অগ্রাধিকার প্রদান করতে হবে।
(গ) স্বাস্থ্যগত অবস্থা: যিনি শারীরিকভাবে অক্ষম অর্থাৎ সম্পূর্ণরূপে কর্মক্ষমতাহীন তাঁকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।
(ঘ) আর্থ-সামাজিক অবস্থা:
(১) আর্থিক অবস্থার ক্ষেত্রে: নিঃস্ব, উদ্বাস্ত্ত ও ভূমিহীনকে ক্রমানুসারে অগ্রাধিকার দিতে হবে।
(২) সামাজিক অবস্থার ক্ষেত্রে: বিধবা, তালাকপ্রাপ্তা, বিপত্নীক, নিঃসন্তান, পরিবার থেকে বিচ্ছিন্ন ব্যক্তিদেরকে ক্রমানুসারে অগ্রাধিকার দিতে হবে।
(ঙ) ভূমির মালিকানা: ভূমিহীন ব্যক্তিকে অগ্রাধিকার দিতে হবে। এক্ষেত্রে বসতবাড়ী ব্যতীত কোনো ব্যক্তির জমির পরিমাণ ০.৫ একর বা তার কম হলে তিনি ভূমিহীন বলে গণ্য হবেন।
ভাতা প্রাপ্তির যোগ্যতা ও শর্তাবলীঃ
(১) সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে;
(২) জাতীয় পরিচিতি নম্বর থাকতে হবে;
(৩) বয়স পুরুষের ক্ষেত্রে সর্বনিম্ন ৬৫ বছর এবং মহিলাদের ক্ষেত্রে সর্বনিম্ন ৬২ বছর হতে হবে।
সরকার কর্তৃক সময় সময় নির্ধারিত বয়স বিবেচনায় নিতে হবে;
(৪) প্রার্থীর বার্ষিক গড় আয় অনূর্ধ ১০,০০০ (দশ হাজার) টাকা হতে হবে;
(৫) বাছাই কমিটি কর্তৃক নির্বাচিত হতে হবে।
বিঃ দ্রঃ বয়স নির্ধারণের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র, এসএসসি/সমমান পরীক্ষার সনদপত্র বিবেচনা করতে হবে। এ ক্ষেত্রে কোন বিতর্ক দেখা দিলে সংশ্লিষ্ট কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে।
ভাতা প্রাপ্তির অযোগ্যতাঃ
(১) সরকারি কর্মচারী পেনশনভোগী হলে;
(২) দুঃস্থ মহিলা হিসেবে ভিজিডি কার্ডধারী হলে;
(৩) অন্য কোনোভাবে নিয়মিত সরকারী অনুদান/ভাতা প্রাপ্ত হলে;
(৪) কোনো বেসরকারি সংস্থা/সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠান হতে নিয়মিতভাবে আর্থিক অনুদান/ভাতা প্রাপ্ত হলে।
উপজেলাওয়ারী পরিসংখ্যানঃ
ক্রঃ নং |
উপজেলা/ পৌরসভা |
২০২০-২১ অর্থবছর পর্যন্ত ভাতাভোগীর সংখ্যা |
১ |
২ |
৩ |
১ |
শেরপুর সদর উপজেলা |
২২৩৭২ |
২ |
নকলা উপজেলা |
১০৩৭০ |
৩ |
নালিতাবাড়ী উপজেলা |
৯৯০৩ |
৪ |
ঝিনাইগাতী উপজেলা |
৫৮৭৬ |
৫ |
শ্রীবরদী উপজেলা |
১৩৩১৫ |
৬ |
শেরপুর পৌরসভা |
২২৭৩ |
|
সর্বমোট |
৬৪১০৯ |
বয়স্ক ভাতার কালানুক্রমিক বৃদ্ধিঃ
অর্থ বছর |
উপকারভোগীর সংখ্যা (জন) |
জনপ্রতি মাসিক ভাতা (টাকা) |
বছরে বরাদ্দ (টাকা) |
১ |
২ |
৩ |
৪ |
১৯৯৭-৯৮ |
|
|
|
১৯৯৮-৯৯ |
|
|
|
১৯৯৯-০০ |
|
|
|
২০০০-০১ |
|
|
|
২০০১-০২ |
|
|
|
২০০২-০৩ |
|
|
|
২০০৩-০৪ |
|
|
|
২০০৪-০৫ |
|
|
|
২০০৫-০৬ |
|
|
|
২০০৬-০৭ |
|
|
|
২০০৭-০৮ |
|
|
|
২০০৮-০৯ |
|
|
|
২০০৯-১০ |
|
|
|
২০১০-১১ |
|
|
|
২০১১-১২ |
|
|
|
২০১২-১৩ |
|
|
|
২০১৩-১৪ |
|
|
|
২০১৪-১৫ |
|
|
|
২০১৫-১৬ |
৩৩৬৬৪ |
৪০০/- |
১৬,১৫,৮৭,২০০/- |
২০১৬-১৭ |
৩৫৩৪৭ |
৫০০/- |
২১,২০,৮২,০০০/- |
২০১৭-১৮ |
৩৮৮৮২ |
৫০০/- |
২৩,৩২,৯২,০০০/- |
২০১৮-১৯ |
৪৩৮৭৫ |
৫০০/- |
২৬,৩২,৫০,০০০/- |
২০১৯-২০ |
৪৭৮০৭ |
৫০০/- |
২৮,৬৮,৪২,০০০/- |
২০২০-২১ |
৬৪১০৯ |
৫০০/- |
৩৮,৪৬,৫৪,০০০/- |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস